Site icon Jamuna Television

ইনজুরিতে লিটন, পিএসএল না খেলেই ফিরছেন দেশে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে করাচি কিংসের হয়ে খেলার কথা ছিল লিটন দাসের। করাচির ম্যাচ ঘিরে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহও ছিল তুঙ্গে, বিশেষ করে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। তবে সেই অপেক্ষা আপাতত পূরণ হচ্ছে না। অনুশীলনের সময় আঙুলের চোটে পড়ায় আসরের কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন এ টাইগার ব্যাটার।

শনিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ তথ্য জানান লিটন নিজেই।

ফেসবুক পোস্টে লিটন লেখেন, করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।

অনুশীলনের সময় চোট পেয়ে লিটনের একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। সেরে উঠতে সময় লাগবে অন্তত দুই সপ্তাহ। ফলে করাচি কিংসের ক্যাম্প ছেড়ে দেশে ফিরছেন এই ডানহাতি ব্যাটার।

পিএসএলের নিলাম থেকে লিটনকে দলে নেয় করাচি কিংস। পুরো আসরের জন্য বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছিলেন লিটন।

এর আগে, আইপিএল-এলপিএলে খেললেও কখনো পিএসএলে মাঠে নামা হয়নি তার। ইনজুরিতে এবারও আসলো না সেই মাহেন্দ্রক্ষণ।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবারের পিএসএলে দল পেয়েছিলেন লিটনসহ তিনজন। এরই মধ্যে লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমি শিবিরে যোগ দেবেন পেসার নাহিদ রানা।

/এমএইচআর

Exit mobile version