Site icon Jamuna Television

পরমাণু ইস্যু: যুক্তরাষ্ট্র-ইরানের আলোচিত বৈঠক আজ

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচিত বৈঠক অনুষ্ঠিত হবে আজ। শনিবার (১২ এপ্রিল) ওমানে হবে দুই দেশের উচ্চপর্যায়ের এ আলোচনা। এতে মধ্যস্থতার ভূমিকায় থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে শুক্রবার বৈঠকের আগে আবারও ইরানকে হুমকি দিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট। তেহরান পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে তাদের চরম মূল্য চোকাতে হবে।

তিনি আরও বলেন, ইরানের সাথে আমাদের সরাসরি বৈঠক হবে। প্রেসিডেন্ট আমাকে জানিয়েছে, তার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে না দেয়া। প্রেসিডেন্ট লক্ষ্য অর্জনে সরাসরি বৈঠক হবে।

ইরানের সামনে সব পথই খোলা রয়েছে। হয় তাদের যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে হবে নয়তো চরম মূল্য চোকাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

/এমএইচ

Exit mobile version