Site icon Jamuna Television

আব্দুল লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলা

টাঙ্গাগাইলের কালিহাতীর গোহালিয়া ইউনিয়নের সড়াতৈল এলাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

এর প্রতিবাদে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন আব্দুল লতিফ সিদ্দিকী।

তিনি জানান, সকালে কালিহাতীর গোহালিয়া বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় সেখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাড়িবহরে হামলা করে। এতে তার ব্যাক্তিগত গাড়িসহ আরো তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এসময় ইটের আঘাতে তার কয়েকজন নেতা-কর্মী আহত হয়।

এ ঘটনার বিষয়ে স্থানীয় সাংসদ হাসান ইমাম খান জানান, আওয়ামী লীগের নেতা কর্মীরা তার গাড়ি বহরে হামলা করেনি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ায় স্থানীয় জনতা হামলা করে।

Exit mobile version