Site icon Jamuna Television

তীব্র পানি সংকটে গাজাবাসী

একেরপর এক বোমার আঘাতে গোটা গাজাকে মৃত্যুপুরী বানিয়ে এবার ইসরায়েলের টার্গেট গাজার পানি সরবরাহ ব্যবস্থা। বোমা হামলায় ক্ষতিগ্রস্ত উপত্যকার পানি সরবরাহের বিভিন্ন লাইন ও পাইপ।

কিন্তু এসব পুননির্মাণেও বাধা দিচ্ছে দখলদার বাহিনী। ফলে সেখানে মারাত্মক মানবিক বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। সামান্য বিশুদ্ধ পানি সংগ্রহে মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে গাজাবাসীকে।

গাজার পৌরসভার মুখপাত্র হুসনে মাহনা বলেন, উত্তরাঞ্চল দিয়েই উপত্যকার প্রায় ৭০ শতাংশ পানি সরবরাহ হয়ে থাকে। তবে চলমান আগ্রাসনে বেশিরভাগ কূপ ও পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেখা গিয়েছে মানবিক বিপর্যয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ৫০ হাজার ৮শ’-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই সামরিক অভিযান গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং প্রায় বসবাসের অযোগ্য করে তুলেছে।

/এটিএম

Exit mobile version