Site icon Jamuna Television

১২ বছর পর যশোরে আবারও শুরু হলো মাসব্যাপি শিল্প ও বানিজ্য মেলা

যশোর প্রতিনিধি:

দীর্ঘ ১২বছর পর আরারও যশোরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা। আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরে শহরের টাউন হল ময়দানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল আউয়াল মিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন যশোরে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রনওক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।

মেলার স্টল পরিদর্শন শেষে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারত হয়ে তৃতীয় কোন দেশে বাংলাদেশি পণ্য যেত। তবে, ভারতের সেই চুক্তি বাতিল করাই আমাদের দেশে কোন প্রভাব পড়বেনা। বরং আমদের যে এয়ারপোর্ট তৈরি হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের সক্ষমতাকে আরো বাড়িয়ে তোলা যাবে।

এ সময় তিনি আরো বলেন, দেশে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বিনিয়োগ বৃদ্ধি না হলে দেশে কোন উন্নয়নই হবে না।

/এআই

Exit mobile version