Site icon Jamuna Television

ইপিএলে এখন পর্যন্ত প্রতিনিধিত্ব করেছে ১২৬টি দেশের ফুটবলার

এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে প্রতিনিধিত্ব করছেন ১২৬ দেশের খেলোয়াড়। সেখানে নাম রয়েছে বাংলাদেশেরও। এই বৈচিত্র‍্যকে উদ্যাপন করতে সর্বোচ্চ ম্যাচ খেলা প্রতিটি দেশের ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছে প্রিমিয়ার লিগ।

বাংলাদেশের মধ্যে যেহেতু কেবল হামজাই প্রিমিয়ার লিগে, তাই অবধারিতভাবে তাঁর নামই রাখা হয় সেই পোস্টে। প্রিমিয়ার লিগে এই মিডফিল্ডারের অভিষেক হয় ২০১৭-১৮ মৌসুমে। এখন পর্যন্ত লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে ৫৭টি ম্যাচ খেলেছেন তিনি। 

কিন্তু বর্তমানে ধারে শেফিল্ডের হয়ে খেলছেন এই মিডফিল্ডার। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে তাকে। তবে সেটা একমাত্র লেস্টার সিটি ছাড়লেই সম্ভব হবে। কারণ, প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯-এ আছে লেস্টার। তাই অবনমনের শঙ্কায় আছে তারা।

/এআই

Exit mobile version