Site icon Jamuna Television

নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়া মালামাল ও অর্থ উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়া ১৬ ভরি স্বর্ণ ও ২৫কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া ৬১ লাখ টাকার মধ্যে ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয়। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি মাহাবুর রহমান।

তিনি জানান, ঘটনার পরে আটককৃতদের দেয়া তথ্য অনুসারে অনুসন্ধানে নামে পুলিশ। পরে কোর্টের পেছনে সার্কিট হাউসের ড্রেন থেকে স্বর্ণালংকার, রুপা ও চুরি হওয়া কিছু টাকা উদ্ধার করা হয়। অবশিষ্ট অর্থ নাটোরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন তারা। তবে তা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে আদালতের মালখানার জানালার গ্রিল কেটে চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

/এএইচএম

Exit mobile version