Site icon Jamuna Television

মাগুরায় শিশু ধর্ষণ: এক মাসেও প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন

প্রতীকী ছবি।

আশিক মাহমুদ:

মাগুরায় ধর্ষণের শিকার সেই ছোট্ট শিশুটির কথা কি আমাদের মনে আছে? নাকি নানা ঘটনা-দুর্ঘটনার ভিড়ে ভুলে গেছি তাকে। জীবন সম্পর্কে কিছু বুঝে উঠার আগেই নিজের জীবন দিয়ে ছোট্ট শিশুটি সমাজের নিষ্ঠুরতাকে আগুল দিয়ে দেখিয়ে গেছে।

গত ৬ মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছর বয়সী শিশুটি ধর্ষণের শিকার হয়। এরপর সাত দিনের এক অবর্ণনীয় যুদ্ধ শেষে পাহাড়সম অভিমান বুকে নিয়ে নিষ্ঠুর এই পৃথিবী ছেড়ে চলে যায় শিশুটি। এই ঘটনায় গোটা দেশে সমালোচনার ঝড় ওঠে। শিশুটির জন্য চোখের জল ফেলে বহু মানুষ।

তখন বলা হয়েছিল, সাত দিনের মধ্যে শিশুটিকে ধর্ষণ ও হত্যাকারীদের বিচার শুরু হবে। কিন্তু একমাস পেরিয়ে গেলেও মামলার বিচার কাজ এখনও শুরু হয়নি। প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন। এ নিয়ে ক্ষুব্ধ শিশুটির পরিবার।

শিশুটির পরিবার জানায়, শুধু বিচারের আশ্বাস পাচ্ছেন তারা। তবে বিচারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।

এদিকে, হত্যায় জড়িতদের দ্রুত কঠিন শাস্তি দেখতে চায় এলাকাবাসী। তারা বলেন, এ ঘটনার বিচারে আলোর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। এ সময় অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

এই হত্যা মামলায় শিশুটির বোনের স্বামী-শ্বশুরসহ ৪ জন গ্রেফতার রয়েছে। এরইমধ্যে ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। রিপোর্টে প্রধান আসামি হিটু শেখের ডিএনএ টেস্টে ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানা গেছে। যদিও বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাচ্ছে না পুলিশ। তবে খুব শিগগিরই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর বলেন, দুই-একদিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা হবে বলে আশা করছি। অতি দ্রুতই এ ঘটনার বিচার মানুষ দেখতে পাবে।

/আরএইচ

Exit mobile version