Site icon Jamuna Television

কষ্টার্জিত জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সা

স্প্যানিশ লা লিগায় আত্মঘাতী গোলের সুবাদে লেগানেসের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। লিগে এ নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত হান্সি ফ্লিকের দল। এই জয়ে লা লিগা শিরোপার আরও কাছে পৌঁছে গেল কাতালানরা।

ম্যাচে শুরু থেকেই বার্সেলোনা আধিপত্য ধরে রাখলেও প্রথম সুযোগ পায় লেগানেস। আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় প্রথমার্ধে জালের দেখা পাচ্ছিল না কোনো দলই।

গোলের জন্য ছয়টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি বার্সা। তবে তিন শটের একটি লক্ষ্যে ছিল লেগানেসের। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু’দল।

তবে, দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের ভুলে গোলের দেখা পায় বার্সা। ম্যাচের ৪৮তম মিনিটে রাফিনিয়ার পাস লেগানেসের ডিফেন্ডারের পায়ে লেগে খুঁজে নেয় জালের ঠিকানা।

এরপর একাধিক সুযোগ পেলেও প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরাই।

শেষ পর্যন্ত এক গোলের কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ে চলতি মৌসুমের টেবিল টপাররা। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল বার্সা। ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। অপরদিকে, ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।

/এমএইচআর

Exit mobile version