Site icon Jamuna Television

বিশ্বকাপ বাছাইপর্বে আজ আইরিশদের মোকাবিলা করবে জ্যোতিরা

ফাইল ছবি।

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রোববার (১৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম মাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের বিশাল জয় দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তাই আইরিশদের বিপক্ষে অনেকটা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

অপরদিকে, বাছাইপর্বের শুরুটা ভাল হয়নি আয়ারল্যান্ডের। প্রথম ম্যাচে ৩৮ রানে হেরেছে পাকিস্তান নারী দলের কাছে। নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ পেয়েছে আইরিশরা, ৬ রানে পরাজিত হয়েছে উইন্ডিজদের কাছে। তাইতো জয়ের স্বাদ পেতেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখাতে চাইবে জ্যোতির দল।

প্রসঙ্গত, আইরিশদের বিপক্ষে ম্যাচ ছাড়াও টুর্নামেন্টের এই পর্বে স্কটল্যান্ড (১৫ এপ্রিল), ওয়েস্ট ইন্ডিজ (১৭ এপ্রিল) ও পাকিস্তানের (১৯ এপ্রিল) বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ।

/এমএইচআর

Exit mobile version