Site icon Jamuna Television

ইউক্রেনে রাশিয়ার হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম বিধ্বস্ত

রাশিয়ার মিসাইল আক্রমণে ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদাম ধ্বংস হয়েছে। রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনস্থ ভারতীয় দূতাবাস অভিযোগ করেছে যে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। বিবৃতিতে দূতাবাস জানায়, আজ রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও, মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর এই হামলা চালিয়েছে।

তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া স্থগিতাদেশের লঙ্ঘন।

এই ঘটনা সত্ত্বেও, ভারত রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং শান্তির আহ্বান জানিয়ে আসছে।

/এআই

Exit mobile version