Site icon Jamuna Television

বিজয় দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কলেজ গেইট এর মুক্তিযোদ্ধা টাওয়ারে প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এই উপহার হস্তান্তর করেন। প্রতি বছরের মতোই মুক্তিযোদ্ধাদের সাথে বিজয়ের আনন্দ ভাগাভাগির এমন উদ্যোগকে স্বাগত জানান মুক্তিযোদ্ধারা। অপশক্তিকে পরাজিত করে মুক্তিযুদ্ধের আদর্শেই দেশ এগিয়ে যাবে বলে আশা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

Exit mobile version