Site icon Jamuna Television

মধ্য আয়ের দেশ হতে চাইলে বিনিয়োগ সম্মেলনের সুবিধা মিলবে না: এবি পার্টি চেয়ারম্যান

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ সম্মেলনের সাফল‍্য অর্জিত না হলে তা দুঃখজনক হবে। মধ‍্যম আয়ের দেশ হওয়ার পরিকল্পনা থেকে আমাদের সরে আসতে হবে। অন্যথায় বিনিয়োগ সম্মেলনের সুবিধা বাংলাদেশ পাবে না।

রোববার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, বিগত সরকার বিভিন্ন মিথ‍্যা ও কাল্পনিক তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে অনুন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা দিয়েছিল। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অর্থনীতির মেরুদন্ড ভেঙে যাবে। গত কয়েক যুগ ধরে করবিহীন যে সুবিধা পাওয়া যাচ্ছে তা হারিয়ে ফেলব। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বানিজ্য ও বিনিয়োগে যে উপযোগী ও প্রতিযোগীতামুলক অবস্থানে রয়েছে তাও আর থাকবে না। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা স্থানীয় বাজার থেকে মুখ ফিরিয়ে নেবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও বাণিজ্যের স্বচ্ছতার স্বার্থে প্রাসঙ্গিক সকল পরিসংখ‍্যান যাচাই বাছাই করে পুনঃপ্রকাশ করা জরুরি। মোট জনসংখ‍্যা, জিডিপির পরিমান, মাথাপিছু গড় আয় ও আয়ু, বাৎসরিক প্রবৃদ্ধি দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী জনগোষ্ঠী, শিক্ষা ও দক্ষতার হার, ক্রয়ক্ষমতা সম্পন্ন দেশীয় বাজারের পরিধি, রিজার্ভ ও ঋণের পরিমান, বৈশ্বিক ক্রেডিট রেটিং ইত্যাদির বিনিয়োগকারীদের জন‍্য প্রকাশ করা আবশ‍্যক। যাতে তারা ভেবেচিন্তে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারে।

/আরএইচ

Exit mobile version