Site icon Jamuna Television

নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৩৩ শতাংশ, পুরোনো শিল্পে বাড়তি ব্যবহারে নতুন দাম

নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৩৩ শতাংশ। প্রতি ঘনমিটারে ১০ টাকা বাড়তি দিতে হবে তাদের। পুরোনো শিল্পকারখানায় অনুমোদিত লোডের বাইরে অতিরিক্ত ব্যবহারে দিতে হবে বাড়তি দাম। প্রতিশ্রুত শিল্প গ্রাহকদের অনুমোদিত লোডের ৫০ শতাংশের বেশি ব্যবহারে বাড়তি দাম দিতে হবে।

সোমবার (১৩ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে শিল্প খাতে ব্যবহৃত গ্যাস বয়লার ও ক্যাপটিভ দুই ক্ষেত্রেই গ্যাসের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির আদেশ বলছে, বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ টাকা। আর শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎকেন্দ্রে (ক্যাপটিভ) ব্যবহৃত গ্যাসের দাম ৩১ দশমিক ৫০ টাকা থেকে বাড়িয়ে নতুন মূল্য করা হয়েছে ৪২ টাকা। নতুন এ দাম কার্যকর হবে আজ থেকেই।

১৩ এপ্রিল এর পরে যত গ্যাস সংযোগ অনুমোদন করা হবে, তাদের বাড়তি দাম দিতে হবে। এর আগ পর্যন্ত যেসব সংযোগ আবেদনের চাহিদাপত্র ইস্যু করা হয়েছে, তাদের ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি ব্যবহারে নতুন দাম। আর পুরোনো শিল্প গ্রাহকেরা অনুমোদিত লোডের বাইরে যতোটুকু ব্যবহার করবেন, ততোটুকুর নতুন দাম দিতে হবে।

এর আগে, জানুয়ারির শেষ দিকে শিল্প খাতে গ্যাসের দাম ১৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেয় পেট্রোবাংলা, তিতাসসহ গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো। পরে ২৬ ফেব্রুয়ারি গণশুনানির পর এ সিদ্ধান্ত নেয় বিইআরসি।

/এসআইএন/এএম

Exit mobile version