Site icon Jamuna Television

সল্ট-কোহলির ব্যাটে তিনে উঠলো বেঙ্গালুরু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৭৫ রানের সংগ্রহ নিয়ে যে এখন লড়াই করা কঠিন, সেটি আজ আবার টের পাওয়া গেলো। ফিল সল্ট ও বিরাট কোহলির ব্যাটিং বীরত্বে রাজস্থান রয়্যালসকে পাত্তাই দিলো না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জিতলো ৯ উইকেট আর ১৫ বল হাতে রেখে। এই জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এলো রজত পাতিদারের দলটি।

রোববার (১৩ এপ্রিল) জয়পুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। ওপেনার ইয়াশস্বী জয়সওয়ালের ৪৭ বলে ৭৫ রান শক্ত ভিত এনে দিলেও অপর প্রান্তে ব্যর্থ ছিলেন অন্য ব্যাটাররা। রিয়ান পরাগের ব্যাট থেকে আসে ২২ বলে ৩০। শেষ দিকে ধ্রুব জুরেল ২৩ বলে ৩৫ রানে অপরাজিত থাকলেও রান তোলার গতি বাড়াতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৭৩ রান।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘোরান বেঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। প্রথম উইকেট জুটিতে আসে ৯২ রান। সল্ট মাত্র ৩৩ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৫ রানের দুরন্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। কোহলির ব্যাট থেকে আসে ৪৫ বলে অপরাজিত ৬২ রান। এই ইনিংস খেলতে তিনি ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান। তিনে নামা দেবদূত পাডিক্কাল অপরাজিত থাকেন ২৮ বলে ৪০ রান করে। ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বেঙ্গালুরু।

এই জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে বেঙ্গালুরু। তাদের সঙ্গে সমান পয়েন্ট শীর্ষে থাকা আরও তিন দলের। ফলে টুর্নামেন্টের মাঝপথে জমে উঠেছে শীর্ষ চারের লড়াই।

/এএম

Exit mobile version