Site icon Jamuna Television

ডিপিএলের প্রথম পর্ব শেষ, সাদমানের ব্যাটে রান

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ হয়েছে প্রথম পর্ব। রোববার (১৩ এপ্রিল) মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮৯ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে যাওয়ার আগে রান পেয়েছেন জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০৪ বলে ৮৭ রান করে ম্যাচসেরা হন এই ব্যাটার।

অপরদিকে, বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নকে ৫১ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই হারের ফলে রেলিগেশন রাউন্ড খেলতে হচ্ছে ব্রাদার্সকে। ডিপিএলে ১১ ম্যাচে মাত্র ২ জয় পেয়েছে গোপীবাগের দলটি।

এদিকে, আরেক ম্যাচে ধানমন্ডির বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে পারটেক্স। অধিনায়ক আহরার আমিন দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ৮৫ রান নিয়ে। এই জয়ের পরেও রেলিগেশন রাউন্ডে খেলতে হবে পারটেক্সকে।

লিগ পর্ব শেষে সুপার সিক্সে পা দিয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ও লিজেন্ডস অব রূপগঞ্জ।

অপরদিকে, রেলিগেশন পর্বে খেলবে পারটেক্স স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও শাইনপুকুর ক্লাব। তিন দলের মাঝে দুই দল হবে রেলিগেটেড।

/এএম

Exit mobile version