Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে চৈত্রসংক্রান্তিতে লালকাছ উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জে লালকাছ ও নীলকাছ নাচনির মাধ্যমে চৈত্রের শেষদিনে (চৈত্রসংক্রান্তি) সনাতন ধর্মাবলম্বীরা চৈত্র সংক্রান্তি ও কাছ উৎসব উদযাপন করেছে। রোববার (১৩ এপ্রিল) সকালে জেলার বিভিন্ন গ্রামে নীলকাছ এবং বিকেলে লালকাছের নৃত্যের মহড়া দেখা যায়। এসময় ঢাকঢোলের শব্দে নৃত্য করেন অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বীরা।

নীলকাছ বা শিববড়িতে একজন সাজেন মহাদেব এবং অপরজন তার স্ত্রী। আর লালকাছে মহাদেব সাজা ব্যক্তির সঙ্গে থাকে তার দল। তারা লাল-কমলা রং মেখে ত্রিশুল-তলোয়ার নিয়ে নৃত্য করে থাকেন। পালাক্রমে প্রতি গ্রামেই এ নৃত্য করা হয়।

সনাতন ধর্মাবলম্বীরা জানান, মূলত হিন্দু ধর্মের মতে শিব ও পার্বতীর লীলা প্রচারের উদ্দেশ্যে এ পূজার আয়োজন করা হয়। দুই পর্বে নাচ করা হয়– সকালে পুণ্যস্নানের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পরে দিনভর কাছ নাচের পর রাতে হরগৌরী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়। পরদিন কিছু কিছু জায়গায় চরক পূজা অনুষ্ঠিত হয়। তখন শিবের রুপ ধারণের জন্য রং মেখে নৃত্য করা হয়।

কাছ উৎসবে অংশগ্রহণকারী নারীরা জানান, শিবকে দুধ-ফল-জল দিয়ে বরণ করে স্বামী ও সংসারের শুভকামনা করা হয়।

/এএম

 

Exit mobile version