Site icon Jamuna Television

ফিলিস্তিনপন্থী আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে

ফিলিস্তিনপন্থি আন্দোলনে নেতৃত্ব দেয়া কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে।

শনিবার (১২ এপ্রিল) নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিক্ষোভ করেন কয়েকশ মানুষ। এসময় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বাক স্বাধীনতা ক্ষুণ্নের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। তারা বলেন, বর্তমান সরকার গণতন্ত্র বিরোধী।

গত শুক্রবার (১১ এপ্রিল) মাহমুদ খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের অনুমোদন দেন একটি মার্কিন আদালত। ফলে গ্রিন কার্ডধারী খলিলকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করতে পারবে ট্রাম্প প্রশাসন। যার জেরে দেশটিতে ছড়ায় ব্যাপক ক্ষোভ।

তবে খলিলের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনতে পারেনি ট্রাম্প প্রশাসন। কারাগার থেকে এক চিঠিতে খলিল লিখেছেন, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, খলিলের বক্তৃতা ও কর্মসূচি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির জন্য হুমকি হতে পারে। তাই ১৯৫২ সালের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় তাকে বের করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে মার্চে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইসরায়েল বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেয়ার কারণে গ্রেফতার করা হয় খলিলকে।

/এএইচএম

Exit mobile version