Site icon Jamuna Television

সালাহর রেকর্ডে শিরোপার অনেক কাছে লিভারপুল

ব্রেন্টফোর্ডের বিপক্ষে আগের রাতে ড্র করেছিল আর্সেনাল। ইপিএলে শিরোপা উঁচিয়ে ধরতে লিভারপুলের তাই প্রয়োজন ছিল ৯ পয়েন্ট। রোববার (১৩ এপ্রিল) ওয়েস্ট হামের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে লিভারপুল। এখন দ্য রেডসের দরকার ৬ ম্যাচে ৬ পয়েন্ট।

অ্যানফিল্ডে প্রথম মিনিট থেকেই অলআউট আক্রমণে যায় লিভারপুল। ১৮ মিনিটে সালাহর অ্যাসিস্টে গোল করেন লুইস দিয়াজ। ইব্রাহিমা কোনাতের লং বল ধরে দারুণভাবে ছুটে গিয়ে দিয়াজের উদ্দেশে বাড়ান সালাহ। এরপর সেটা ঠিকঠাক লক্ষ্যভেদ করে লিভারপুলকে ১-০ গোলে এগিয়ে দেন কলম্বিয়ান তারকা। প্রথমার্ধের বাকি সময়েও দাপট দেখা গেছে দ্য রেডসের। তবে শেষ পর্যন্ত কোনো দলই গোল পায়নি।

বিরতির পর সুযোগ কাজে লাগাতে পারেনি সালাহরা, উল্টো গোল খেয়ে বসে। ৮৬ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় ওয়েস্ট হাম। তবে শেষ পর্যন্ত লিভারপুলকে উদ্ধার করেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ৮৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে ফের এগিয়ে দেন লালদের অধিনায়ক। এই গোল লিভারপুলের জয় নিশ্চিত করার পাশাপাশি শিরোপার আরেকটু কাছাকাছি নিয়ে এলো।  

আজ লুইস দিয়াজের প্রথম গোলে সহায়তা করে নতুন একটি রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান এখন মিসরের তারকার।

এই মৌসুমে এখন পর্যন্ত ৩২ ম্যাচে সালাহ অবদান রেখেছেন ৪৫ গোলে (২৭ গোল ও ১৮ সহায়তা)। এর আগে, ৪৪ গোলে অবদান রেখে সবার ওপরে ছিলেন থিয়েরি অঁরি ও আর্লিং হলান্ড।

আজকের জয়ের পর লিভারপুলের পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৭৬। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৩। আর ৬ পয়েন্ট পেলে শিরোপা হাতে উঠবে লিভারপুল কোচ আর্নে স্লটের হাতে।

/এএম

Exit mobile version