Site icon Jamuna Television

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩২

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের প্রাণকেন্দ্রে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৩ জন। সুমি রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান হামলার শিকার হচ্ছে শহরটি। খবর, এএফপি’র।

রোববার (১৩ এপ্রিল) খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ‘পাম সানডে’ উদযাপনের প্রস্তুতিকালে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

ইউক্রেনে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সাক্ষাৎ করার দুই দিন পর আবারও ইউক্রেনে হামলা চালানো হলো।

স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় দুই শিশুসহ ৩২ জন নিহত এবং ১০ শিশুসহ ৮৪ জন আহত হয়েছেন।

এই হামলার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছে ‘কঠোর প্রতিক্রিয়া’ জানানোর আহ্বান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, জনগণ যখন তাদের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান কিংবা রাস্তাঘাট ও গাড়িতে চলাচল করছিল, তখন শত্রুপক্ষ হামলা চালিয়েছে।

‘পাম সানডে’তে হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, এ হামলা হয়েছে পাম সানডেতে। এদিন মানুষ গির্জায় যায়। পাম সানডে হলো যীশুর জেরুজালেমে প্রবেশের দিন ও উৎসব। কেবল জঘন্য ব্যক্তিরাই এমন দিনে হামলা চালাতে পারে।

/এমএইচআর

Exit mobile version