Site icon Jamuna Television

উৎসবের আমেজে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নেয়ার সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে আবার চারুকলা প্রাঙ্গণেই গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এবারের প্রতিপাদ্য শ্লোগান ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। রঙিন মুখোশ, বিশালাকৃতির কাঠামোসহ লোকজ শিল্পে সাজানো মিছিলটি যেন রঙের নতুন আবহে সাজিয়ে দিয়েছে বাঙালির মন। এছাড়া একাধিক মাঝারি ও ছোট মোটিফও অংশ হয়েছে শোভাযাত্রার। রয়েছে ইলিশ, হাতি, ঘোড়া, বাঘ, তরমুজ ও ‘পানি লাগবে পানি’ প্রতিকৃতি।

এতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় চত্বরে ভিড় করছেন নানা বয়সী মানুষ। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধুবান্ধব নিয়ে। প্রিয়জনদের সঙ্গে ছবি তোলা, রঙিন পোশাকে রাস্তায় হাঁটা, আর বাচ্চাদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

সাধারণ মানুষেরও উৎসাহের কমতি নেই। দূরদূরান্ত থেকে আগেভাগেই অনেক মানুষ এসে ভিড় করেছেন চারুকলা প্রাঙ্গণে। প্রিয়জনের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে অনেককে। শিশুদের মধ্যেও দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস।

উল্লেখ্য, নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও শোভাযাত্রার রুটজুড়ে রয়েছে কড়া নজরদারি। 

/এমএইচআর

Exit mobile version