Site icon Jamuna Television

এশিয়ার ৩ দেশ সফরে শি জিনপিং

পাঁচ দিনের দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরের প্রথম দিনে আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে তিনি পৌঁছান ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে এই সফরকে কৌশলগত ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুই দিনের ভিয়েতনাম সফরে প্রেসিডেন্ট শি দেশটির প্রেসিডেন্ট লুওং কুওং, প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।  

ভিয়েতনাম সফরের পূর্বে দেশটির নান ড্যান পত্রিকায় লেখা এক নিবন্ধে শি জিনপিং বলেন, বাণিজ্যযুদ্ধ ও শুল্কযুদ্ধে কেউ বিজয়ী হয় না। সুরক্ষাবাদ কোনো টেকসই সমাধান নয়।

তিনি আরও লেখেন, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করা, বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল বজায় রাখা এবং একটি উন্মুক্ত ও সহযোগিতামূলক আন্তর্জাতিক পরিবেশ নিশ্চিত করা আজ জরুরি হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে চীনা প্রেসিডেন্টের ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ এই তিন দেশের সঙ্গে চীনের রয়েছে গভীর বাণিজ্যিক সম্পর্ক।  

উল্লেখ্য, শি জিনপিং ১৪-১৫ এপ্রিল ভিয়েতনাম সফর করবেন। এরপর ১৫-১৮ এপ্রিল মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন। কম্বোডিয়া (৪৯ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ) এবং মালয়েশিয়া (২৪ শতাংশ)—এই তিন দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে চীনের সঙ্গে মার্কিন সম্পর্কের টানাপড়েনের কারণে চীন অনেকটাই দ্বিপক্ষীয় আলোচনার বাইরে রয়েছে।

/এআই

Exit mobile version