Site icon Jamuna Television

মেহেরপুরে মুজিবনগর উপজেলা আ.লীগ সভাপতি গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে কেগারগঞ্জ বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মুজিবনগর থানা পুলিশ। পরে আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে মেহেরপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলমান রয়েছে। এ অভিযানে রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার করে মুজিবনগর থানায় নেয়া হয়। পরে বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

উল্লেখ্য, রফিকুল ইসলাম তোতা গেলো উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর কাছে তিনি পরাজয় বরণ করেন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের অত্যান্ত আস্থাভাজন ছিলেন তিনি।

/এআই

Exit mobile version