আজ পহেলা বৈশাখ। বঙ্গাব্দ ১৪৩২ শুরু। বাঙালির উৎসবে মেতে ওঠার দিন। আনন্দ, সম্প্রীতির খুশবু ছড়ানোর দিন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মাধ্যমে শুরু হয় বৈশাখবন্দনা। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নববর্ষ বরণে আজ সোমবার (১৪ এপ্রিল) রাজধানীজুড়ে থাকছে বাহারি আয়োজন। জাঁকজমক এই আয়োজনের মধ্যে কী কী আছে, তা জেনে নিতে পারেন—
ছায়ানট
বৈশাখের প্রথম প্রহর মানেই রমনা বটমূলে আসর। সকাল ৬টা ১৫ মিনিটে ছায়ানটের আয়োজনে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে দিনব্যাপী চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবীন্দ্র সরোবর
পহেলা বৈশাখে সকাল ৬টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া, মুক্তমঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবেন বাঙালি খাবারের সমাহারও।
ঢাকা বিশ্ববিদ্যালয়
আজ সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাঙালিসহ পাহাড় ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। যেকোনো জাতীয় উৎসবের অন্যতম অনুষঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসি। সেখানে ঘুরতে যেতে পারেন। এখানে পেয়ে যাবেন গ্রামীণ মেলার পরিবেশ।
বিসিক ও বাংলা একাডেমি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩২’-এর উদ্বোধনী অনুষ্ঠান সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় বাংলা একাডেমির বইগুলো ৫০ থেকে ৭০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে।
শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক
রাজধানীর গুলশান-২ এর শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে বৈশাখ উপলক্ষ্যে ১৩, ১৪ ও ১৫ এপ্রিল তিন দিনব্যাপী বৈশাখী মেলা ও নগর উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানেও যেকোনো একদিন ঘুরতে যেতে পারেন পরিবারসহ। আজ বিকেল ৪টায় ঘাসফড়িং কয়ার, শিরোনামহীন ও প্লাজমিক নকের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ ভবন
নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, ঢাকাস্থ চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় এবং জাতীয় সংসদ ও ডিএনসিসির সহযোগিতায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কনসার্ট অনুষ্ঠিত হবে। আর ড্রোন শো অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা থেকে।
ডিএসসিসির বৈশাখী উৎসব
বাংলা নববর্ষকে বরণ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে রাজধানীর নগর ভবন প্রাঙ্গণে বৈশাখী বর্ণাঢ্য আনন্দ র্যালি, পান্তা ইলিশ উৎসব এবং মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জবিতে ব্যান্ড অ্যাশেজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বর্ষবরণ উৎসবে থাকছে বিশেষ সংগীত পর্ব। এতে গাইবে ব্যান্ড ‘অ্যাশেজ’। বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদের মাঠে বিকেল ৪টা থেকে শুরু হবে এ আয়োজন। ‘অ্যাশেজ’ ছাড়াও এ কনসার্টে গাইবে ‘চান্দের গাড়ি’ ও ‘মেটাল ইরর’। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন থেকে কিম্ভূত, কোমল গান্ধার, অফসাইড ও একাধিক শিল্পী পরিবেশনায় অংশ নেবেন।
শহীদ মিনারে গণসংগীত
বর্ষবরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। বিকেল ৩টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে আয়োজনটি। এতে থাকবে শিশু-কিশোরদের পরিবেশনা, একক সংগীত, দলীয় সংগীত, একক ও দলীয় আবৃত্তি, নৃত্য, নৃ-গোষ্ঠীর পরিবেশনা ও পথনাটকসহ নানা পর্ব। অনুষ্ঠানে গাইবেন সমর বড়ুয়া, কাজী মিজানুর রহমান, আলোক দাস গুপ্ত, আবিদা রহমান সেতুসহ অনেকে। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন মামুনুর রশীদ।
শাহবাগ
‘ঐ নতুনের কেতন ওড়ে’ শিরোনামে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে দিনব্যাপী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট। সকাল ১০টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শুরু হবে এই আয়োজন। সেখানে পরিবেশিত হবে চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক সুর, জারিসারি, পুঁথিপাঠ, গম্ভীরা ও নাটিকা।
অন্যান্য আয়োজন
এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় বসছে বৈশাখী মেলা ও উৎসবের আয়োজন। তার মধ্যে উত্তরার দিয়াবাড়ি, সুত্রাপুরের ধূপখোলা মাঠ, ওয়ারীর টিপু সুলতান রোড এবং পূর্বাচলের তিনশ ফুট উল্লেখযোগ্য। এসব জায়গায় সারাবছরই কমবেশি ভিড় থাকে। উৎসবের দিনে হয়তো ভিড় আরও জমকালো হবে।
/এএম
Leave a reply