Site icon Jamuna Television

ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফিজি দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সোমবার (১৪ এপ্রিল) দেশটির দক্ষিণাঞ্চলে ৬.৫ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। 

স্থানীয় সময় সকাল ৮টা ৩ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ফিজির মূল ভূখণ্ড থেকে দক্ষিণে, ভূপৃষ্ঠের প্রায় ১৭৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় এর প্রভাব তুলনামূলকভাবে কম অনুভূত হয়েছে বলে মনে করছেন ভূতাত্ত্বিকরা।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

/এআই

Exit mobile version