Site icon Jamuna Television

ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি শিল্পী দীনা খালেদ

অবরুদ্ধ গাজার দক্ষিণে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর বিমান হামলায় ২২ বছর বয়সী ফিলিস্তিনি চিত্রশিল্পী দীনা খালেদ জাউরুব নিহত হয়েছেন। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য বেশ পরিচিত ছিলেন দীনা খালেদ জাউরুব। ২০১৫ সালে, সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকারের ওপর আঁকা চিত্রকর্মের জন্য আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস পুরস্কার জিতেছিলেন তিনি।

খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে তার পরিবারের আশ্রয়কেন্দ্রের একটি তাঁবুতে ইসরায়েলি বোমা আঘাত হানে। এ হামলায় জাউরুব প্রাণ হারান।

/এআই

Exit mobile version