Site icon Jamuna Television

মাদারীপুরে রাজৈরে দুই গ্রামে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি প্রশাসনের

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে চলমান সংঘর্ষ দমনে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক এই আদেশ জারি করেন।

গত সাতদিন ধরে রাজৈর বাজারসংলগ্ন পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ চলছে। সর্বশেষ আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে গত কয়েকদিনে অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় সোমবার রাত ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফৌজদারী কার্যবিধি অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়। আদেশ অনুযায়ী, রাজৈর বাজার, পশ্চিম রাজৈর, বদরপাশা ও গোপালগঞ্জ এলাকায় অস্ত্র বহন, সভা-সমাবেশ, শোভাযাত্রা ও একাধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

/এসআইএন

Exit mobile version