Site icon Jamuna Television

বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে বিজিবি

মৌলভীবাজার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৪ এপ্রিল) বিয়ানীবাজারে ৫২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে তার পরিবারকে উপহার দেয়া হয় একটি উন্নত জাতের ফিজিয়ান গাভী।

জানা যায়, বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের মৃত্যুর পর এটি ছিল তার পরিবারের প্রথম পহেলা বৈশাখ। পরিবারটির পাশে দাঁড়াতে বিজিবির নিজস্ব খামারে পালিত গাভী উপহার দেয়া হয়। উপহারের পাশাপাশি নববর্ষের উৎসবে স্বর্ণার পরিবারকে সঙ্গ দেয় বিজিবির সদস্যরা। এসময় ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা নগদ অর্থ সহায়তা তুলে দেন।

স্বর্ণার বাবা পরেন্দ্র দাস বলেন, আমরা আমাদের মেয়েকে হারিয়ে ভীষণ শোকাহত। বিজিবি শুরু থেকেই আমাদের পাশে ছিল। আজ উন্নত জাতের গাভী উপহার দেয়ায় বিজিবির মহাপরিচালক ও পুরো ব্যাটালিয়নের প্রতি কৃতজ্ঞতা জানাই।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, স্বর্ণার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমরা শুরু থেকেই পরিবারের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। এই দিনে শোকাহত পরিবারটির পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক, সিনিয়র সাংবাদিক সালেহ বিপ্লব, মোহসীন উল হাকিম এবং ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল, সাধারণ সম্পাদক সজিব খান, দফতর সম্পাদক ওমর ফারুকসহ অন্যান্য সদস্যরা।

/এসআইএন

Exit mobile version