Site icon Jamuna Television

নববর্ষের প্রথম দিনে ঝড়ো বৃষ্টির কবলে চুয়াডাঙ্গা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা:

বাংলা নববর্ষ ১৪৩২-এর প্রথম দিনে ঝড়ো বৃষ্টির কবলে পড়েছে চুয়াডাঙ্গা। সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টায় শুরু হয় দমকা হাওয়া। এরপর নামে স্বস্তির বৃষ্টি।

টানা দেড় ঘণ্টার বৃষ্টিতে শীতল হয় গোটা জনপদ। তবে কালবৈশাখীর প্রভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাংলা নববর্ষের প্রথম দিনের সকাল থেকেই গরম অনুভূত হচ্ছিল চুয়াডাঙ্গায়। বিকেলেও ছিল ভ্যাপসা গরম। সন্ধ্যার পর থেকে চারপাশের আবহাওয়া গুমোট হয়ে ওঠে। রাত সাড়ে ৯টায় শুরু হয় ঝড়ো বাতাস। এর সঙ্গে নামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পরে তা মুষলধারে বৃষ্টিতে রূপ নেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বৃষ্টিপাত।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস ছিল। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমে আসবে।

/এসআইএন

Exit mobile version