Site icon Jamuna Television

ছাত্রনেতাকে মারধর, প্রশাসনের আশ্বাসে ১০ ঘণ্টা পর তালা খুলে দিল শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে ১০ ঘণ্টা পর মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তালা খুলে দেন বিক্ষুব্ধরা।

আন্দোলনকারীরা জানান, সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল ক্রসিং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুলতানুল আরেফিনকে মারধর করে দুর্বৃত্তরা। ঘটনাটি তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে রাতেই মূল ফটকে তালা দেন তারা। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলে বিক্ষোভ।

মূল ফটকে তালা দেয়ায় সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা কোনো যানবাহন বের হতে বা প্রবেশ করতে পারেনি। পরে বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসন এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তালা খুলে দেয়া হয়।

/এএইচএম

Exit mobile version