Site icon Jamuna Television

সাতক্ষীরা সীমান্তে ২৩ লাখ টাকার হীরার গহনা উদ্ধার

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরা সদরের শ্রীরামপুর ব্রিজ এলাকা থেকে প্রায় ২৩ লাখ টাকার হীরার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ভোমরা বিওপির নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ৯০ পিস হীরার নাকফুল উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, উদ্ধারকৃত হীরার গহনার মূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা। উদ্ধার হওয়া হীরা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

/এসআইএন

Exit mobile version