Site icon Jamuna Television

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে হার্ট অ্যাটাক অবস্থায় অভিনেত্রীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট ভর্তি করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে পরিচালক কাজল আরেফিন অমি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ব্যাচেলর পয়েন্টে গুলশান আরা কাবিলার আম্মা। তিনি নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন । আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।

গুলশান আরা আহমেদ ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিষেক করেন। তবে তার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল চলচ্চিত্র। সেই ভালোবাসা থেকেই তিনি প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন।

/এসআইএন

Exit mobile version