Site icon Jamuna Television

সয়াবিন তেলের দাম বাড়লো

লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এর আগে, গত ১৩ এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়েছেন ভোজ্যতেল মিলমালিকেরা। এর ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৮৯ টাকা, যা আগে ১৭৫ টাকা ছিল। ব্যবসায়ীদের এই ঘোষণা সরকারও মেনে নিয়েছে।

নতুন ঘোষণা অনুসারে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা।

বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা।

এর আগে, গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।

দাম বৃদ্ধির বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক বাজার ও ট্যারিফ কমিশনের ফর্মুলার ভিত্তিতে দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, আমাদের ফর্মুলা অনুযায়ী তেলের দাম এসেছে প্রায় ১৯৭ টাকা। কিন্তু আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে প্রতি লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮৯ টাকা নির্ধারণ করেছি। খোলা বাজারের ক্ষেত্রে এই দাম লিটারে ২০ টাকা কম।

তবে, তিনি আশা করেন যে সরকার শিগগিরই আবার তেলের দাম কমিয়ে আনতে পারবে।

/এমএন

Exit mobile version