Site icon Jamuna Television

২০২৬ সালেই এলডিসি থেকে বের হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

২০২৬ সালেই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হবে বাংলাদেশ। এর ফলে দেশের অর্থনীতিতে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না— এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ ঘটলেও বিভিন্ন দেশ তাদের সুবিধা প্রদান অব্যাহত রাখবে। এই তালিকা থেকে বাংলাদেশের চেয়ে কম উন্নত বেশ কয়েকটি দেশের উত্তরণ ঘটেছে। তাই বিষয়টি নিয়ে আত্মবিশ্বাস থাকা উচিত।

তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণে প্রধান চ্যালেঞ্জ সুশাসনের অভাব। এলডিসি গ্র্যাজুয়েশনে কী সুবিধা পাওয়া যাবে সেই প্রশ্ন অবান্তর। এ সময় ভিক্ষার মানসিকতা পরিহার করে সুবিধা পাওয়ার বদলে সুবিধা তৈরির ব্যাপারে জোর দেয়ার কথাও বলেন তিনি।

/আরএইচ

Exit mobile version