Site icon Jamuna Television

ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন মোস্তাফিজ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান। ক্লাবটির একটা সূত্র যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মার্চের শুরু থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে খেলেননি মোস্তাফিজুর রহমান। এর পেছনে তখন অর্থ, গরম, রোজা এমন নানা কারণ শোনাও গিয়েছিল। যদিও মোস্তাফিজ নিজ মুখে কিছুই বলেননি। তবে অবশেষে ডিপিএলের এবারের আসরে দেখা যাচ্ছে মোস্তাফিজকে। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সুপার লিগের পাঁচ ম্যাচ খেলবেন মোস্তাফিজ।

মূলত প্লেয়ার সংকটে মোহামেডান। তাসকিন-তামিম ইনজুরিতে, জাতীয় দলের সাথে থাকায় খেলতে পারবেন না তাইজুল-মুশফিক-অংকন-মিরাজরা। তাই মোস্তাফিজের সংযোজন নিশ্চিতভাবেই দলের শক্তি বাড়াবে। ১৭ এপ্রিল থেকে শুরু সুপার লিগের খেলা।

/এসআইএন

Exit mobile version