Site icon Jamuna Television

টাইগারদের সামনে ৩৫৪ রানেট টার্গেট

২য় ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৫৩ রান তুলেন আমলারা। জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়তে হবে।

বুধবার পার্লে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। প্রথম ওয়ানডেতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়ের পর সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মাশরাফি বাহিনীর সামনে।

ইনজুরির কারণে কিম্বার্লিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে মাঠের থাকা ওপেনার তামিম ইকবাল এই ম্যাচে মাঠে নামছেন।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, লিটন কুমার দাস, রুবেল হোসেন, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version