Site icon Jamuna Television

মেটার বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা, আলাদা হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিকমাধ্যম কোম্পানি মেটা থেকে আলাদা হতে পারে ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ।

সোমবার (১৪ এপ্রিল) মেটার বিরুদ্ধে অ্যান্টিট্রাস্টের অভিযোগ এনে আদালতে মামলা করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। অভিযোগ, ব্যবহারকারীদের সন্তুষ্টির কথা না ভেবে দীর্ঘদিন ধরে ইচ্ছাকৃতভাবে একচেটিয়া ক্ষমতা ব্যবহার করে মুনাফা অর্জন করছে প্রতিষ্ঠানটি।

এ অভিযোগ প্রমাণিত হলে মেটাকে বাধ্য করা হতে পারে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি করে দিতে।

এ অভিযোগের বরাতে আদালতে সাক্ষ্য দিতে হাজির হন মেটার মালিক স্বয়ং মার্ক জাকারবার্গ। বিচার চলাকালীন সাক্ষ্য দেয়া লাগতে পারে মেটার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরকেও। যদিও এ অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে মেটার পক্ষে আইনজীবী মার্ক হ্যানসেন।

/এএম

Exit mobile version