Site icon Jamuna Television

সন্ত্রাস-চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিএনপিকে ব্যবস্থা নেয়ার আহ্বান এনসিপি নেতার

বিএনপির যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এরা বিএনপিকে নিঃশেষ করে দিবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর ১০-এ এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীদের ওপর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে এনসিপি নেতারা জানান, অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুলের নেতৃত্বে এ হামলা করা হয়।

তাদের অভিযোগ, লুকিয়ে থাকা ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দেয়ার নাম করে তাদের ডেকে নেয় স্থানীয় বিএনপির নেতারা। হামলাকারীরা পুলিশের গাড়িতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বলে অভিযোগ করেন আহত মাহিন। ঘটনার পর বিষয়টি পুলিশ জেনেও কোন পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ তাদের। এসময় টুটুলসহ সকল হামলাকারীদের আজকের মধ্যেই গ্রেফতারের দাবি জানান আন্দোলনকারীরা।

/এমএইচ

Exit mobile version