Site icon Jamuna Television

পাবনায় ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার দাবি পরিবারের

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের একদিন পর ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি মুখমণ্ডল ঝলসানো অবস্থায় ছিল।

মঙ্গলবার (১৫ মার্চ) পাবনার চাটমোহরের গফরগাঁও এলাকা একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে শিশুটি তার দাদির বোনের বাড়িতে বেড়াতে যায়। পরে শিশুটির মা খোঁজ নিয়ে জানতে পারে সে ওই বাড়িতে নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে গফরগাঁওয়ের একটি ভুট্টাক্ষেতে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে শিশুটির পরিবার মরদেহটি শনাক্ত করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, শিশুটিকে যাতে চেনা না যায় তাই মুখ পুড়িয়ে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় পার্শ্ববর্তী পাবনার চাটমোহর থানায় মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরএইচ

Exit mobile version