সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি, অ্যাকাউন্ট-শেয়ার জব্দ

|

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের বান্দরবানে ৫৪টি ইজারা ও বায়না দলিলের ৩০৪ দশমিক ৫৯ একর জমি, ফ্ল্যাট ও শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, ৫৪টি দলিলে কেনা এসব জমি জব্দের আদেশের বাইরেও তার ১২টি ব্যাংক হিসাব এবং ১৪টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

আদালতকে দুদক জানায়, ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে ৬ কোটি ৯০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১১টি ব্যাংক হিসাবে জমা হয় ১৩ কোটি ৯৩ লাখ টাকা।

এর আগে, গত ১৩ এপ্রিল তাজুল ইসলামের সম্পদ জব্দের আদেশ দেন আদালত।

দুদকের তথ্য অনুযায়ী, কুমিল্লায় তাজুল ইসলামের ৬২টি দলিলের মাধ্যমে কেনা সম্পদ ও ৩টি গাড়ি জব্দের আদেশ দেন আদালত। এছাড়া আদালত তার ৩৪টি ব্যাংক হিসাব ও ১৮টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply