Site icon Jamuna Television

মিরপুর থেকে ৩৪ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

রাজধানীর মিরপুর-১১ থেকে ৩৪ হাজার দুইশ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসি।

গ্রেফতারকৃত নারীর নাম, সাথী আক্তার রিক্তা (২৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মিরপুর-১১ নম্বরের একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ সাথীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় এক কোটি দুই লাখ টাকা।

এতে আরও বলা হয়, সাথী ও তার স্বামী মো. সানজিদ হোসেন (৩৮) মিলে মাদক বাণিজ্য করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। সানজিদ তার স্ত্রীকে নিয়ে প্রায়ই টেকনাফ থেকে ইয়াবার বড় চালান ঢাকায় নিয়ে আসতো। পরে তারা আশপাশের এলাকায় পাইকারি দামে তা সরবরাহ করতো।

/আরএইচ

Exit mobile version