Site icon Jamuna Television

৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ৪-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। তাতে এই টুর্নামেন্টের শেষ চারে এক পাঁ দিয়ে রাখে কাতালানরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে দ্বিতীয় লেগে ৩-১ গোলে হারে বার্সা। তাতেও হতাশ হতে হয়নি দলটিকে। মোট দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বার্সা। আর তাতে ছয় বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলো বার্সেলোনা।

ম্যাচের ১১ মিনিটেই গোলকিপার ভয়েচেক সেজনির ফাউলের কারণে পেনাল্টির বাঁশি বাজে বার্সেলোনার বিপক্ষে। যে পেনাল্টি থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন সেরহু গিরাসি। ফলে ম্যাচের প্রথমেই পিছিয়ে পড়ে হানসি ফ্লিকের শীর্ষরা।

দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-১ থাকায় তখনো অতটা দুশ্চিন্তার কারণ ছিল না বার্সেলোনার। তবে, বিরতির পর বার্সাকে আরও চাপে ফেলে ডর্টমুন্ড। ম্যাচের ৪৯তম মিনিটে রামি বেনসেবাইনির হেড পাস থেকে হেডে বল জালে জড়ান গিরাসি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন হয় ৪-২। কয়েক মিনিটের মাথায় বার্সাও একটি গোল পেয়ে যায়। তাতে ব্যবধান বেড়ে ৫-২-এ দাঁড়ায়।

ম্যাচের ৭৫তম মিনিটে ডর্টমুন্ডের হয়ে আরেকটি গোল করেন গিরাসি। স্কোরলাইন ৫-৩ ব্যবধানে এলে সমতার জন্য মরিয়া চেষ্টা ছিল ডর্টমুন্ডের। কিন্তু কাতালানদের জালে আর বল জড়াতে পারেনি দলটি। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিতে হয় ডর্টমুন্ডকে।

/এআই/এমএন

Exit mobile version