উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলো প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। অ্যাস্টন ভিলার কাছে দ্বিতীয় লেগের ম্যাচে হেরে গেলেও দুই লেগ মিলিয়ে পরের রাউন্ডে গেলো পিএসজি।
প্রথম লেগে ৩-১ গোলের ব্যবধানে পরাজয়ের স্বাদ নেয়া অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরতে ঘরের মাঠে কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হতো। আর সরাসরি পরের রাউন্ডে যেতে ৩ গোলে জিততে হতো।
তবে ভিলা পার্কে মঙ্গলবার শেষ আটের ফিরতি লেগে ৩-২ গোলে জিতেও হতাশা সঙ্গী হলো স্বাগতিকদের। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে টুর্নামেন্টে টিকে থাকলো পিএসজি।
দ্বিতীয় লেগের এই ম্যাচে ১১ মিনিটে আশরাফ হাকিমির গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ২৭ মিনিটে আরও কোণঠাসা হয়ে পড়ে অ্যাস্টন ভিলা। উসমান দেম্বেলের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে নিচু শটে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৫-১ করেন মেন্দেস।
৩৪তম মিনিটে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শট নেন ইউরি টিয়েলেমান্স, বল উইলিয়ান পাচোর গায়ে লেগে পুরোপুরি দিক পাল্টে জালে জড়ায়, কিছুই করার ছিল না গোলরক্ষক দোন্নারুম্মার।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে ম্যাচের স্কোরলাইন ২-২ করেন ম্যাকগিন। তাতে দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ৫-৩।
এর দুই মিনিট পরই ম্যাচে তৃতীয় গোল পেয়ে যায় অ্যাস্টন ভিলা। মার্কাস রাশফোর্ডের কাট ব্যাক থেকে বল পেয়ে গোল করেন এজরি কনস্টা। ব্যবধান মাত্র ১ গোলের মধ্যে নামিয়ে এনে আরও উজ্জীবিত হয়ে ওঠে অ্যাস্টন ভিলা।
তবে, এরপর আর কোনও গোল না হওয়ার কারণে এই ম্যাচ জিতলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় অ্যাস্টন ভিলা।
/এআই/এমএন
Leave a reply