পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় কমপক্ষে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রদেশটির মাসতুং জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। হামলায় আহত হন আরও ১৮ জন। যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, তাদের একটি গাড়ি লক্ষ্য করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হয় বোমা বিস্ফোরণ। আহতদের তাৎক্ষণিক বোলান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
উল্লেখ্য, সম্প্রতি বেলুচিস্তানে ৪ শতাধিক যাত্রীসহ একটি ট্রেন জিম্মি করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি।
/এএইচএম/এমএন

