Site icon Jamuna Television

আলজেরিয়ার ১২ কর্মকর্তাকে পাল্টা বহিষ্কার ফ্রান্সের, রাষ্ট্রদূত প্রত্যাহার

এবার আলজেরিয়ার ১২ কর্মকর্তাকে দেশ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। একইসাথে আলজিয়ার্সে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এ ঘোষণা দেয় ফরাসি কর্তৃপক্ষ। তার একদিন আগেই ফ্রান্সের ১২ কূটনৈতিক কর্মকর্তাকে বহিষ্কার করে আলজেরিয়া। ৪৮ ঘণ্টার মধ্যে দেয়া হয় দেশত্যাগের নির্দেশ। এরই জেরে ফ্রান্স পাল্টা জবাব হিসেবে এ বহিষ্কারাদেশ দেয়।

এর আগে, ফ্রান্সে রাজনৈতিক শরণার্থী হিসেবে বসবাসরত আলজেরীয় সরকারের কড়া সমালোচক আমির বুকোর্সকে দেশটি থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় আলজেরিয়ার তিন নাগরিককে গ্রেফতার করে ফরাসি পুলিশ। যাতে ফ্রান্স-আলজেরিয়া সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

/এএইচএম/এমএন

Exit mobile version