ঢাকার ডেমরায় নির্মাণাধীন তিনটি ভবনে রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় পাওয়ায় শাস্তির আওতায় এনেছে রাজধানী উন্নয়ক কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (১৬ এপ্রিল) সকালে সংস্থাটির পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল হোসেনের নেতৃত্বে বামৈল স্টার্ফ কোয়াটার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ‘ক্ষণিকালয়’ নামের একটি বহুতল ভবনে রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করায় সেই অংশ ভাঙার নির্দেশনা দেয় সংস্থাটি। পাশাপাশি ভবনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভবনটির পাশের আরেকটি ভবনে একই অপরাধে নির্মানাধীন ভবন ভাঙার নির্দেশনা দেয় রাজউক। আরেকটিতে নির্মানাধীন বিল্ডিংয়ের সামনের সবগুলো কলাম কাটার নির্দেশ দেয়া হয়। এছাড়া তাদের সতর্কও করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল হোসেন হাওলাদার বলেন, বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে। রাজউকের কারও যোগসাজসে যদি কোনও নিয়মের ব্যত্যয় হয়, তবে তাকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
/এমএইচ/এমএন
Leave a reply