Site icon Jamuna Television

মাদারীপুরের শিবচরে বাজারে ভয়াবহ আগুন

প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর
ভয়াবহ আগুনে মাদারীপুরের শিবচরের কুতুবপুর বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে নগদ টাকা, বিভিন্ন মালামাল পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

জানা যায়, রবিবার গভীর রাতে জেলার কুতুবপুর বাজারে ভয়াবহ আগুন লাগে।  আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকাণ্ডে গার্মেন্টস, টেইলার্স, হার্ডওয়ার, ফার্মেসিসহ ১৩টি দোকান পুড়ে যায়।

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান ও থানার ওসি শাজাহান মিয়াসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Exit mobile version