Site icon Jamuna Television

হাসপাতালে কিংবদন্তী অভিনেতা ইলিয়াস জাভেদ, সবশেষ যা জানা গেল

হাসপাতালে ভর্তি কিংবদন্তী অভিনেতা ইলিয়াস জাভেদ। বেশ আগে থেকেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা।

অভিনেতার সহধর্মিণীর বরাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী সদস্য সনি রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হবে।

মানুষ যেন হাসপাতালে ভিড় না করে, এ জন্য হাসপাতালের নাম গোপন রাখার কথাও জানান সনি রহমান। তিনি বলেন, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে উনার স্ত্রী সঙ্গে যোগাযোগ করেছি এবং যোগাযোগ রাখছি। আর আমি সব সময় চেষ্টা করবো আপডেট দিতে।

সকলের কাছে অভিনেতার জন্য দোয়া প্রার্থনাও করেন সনি রহমান।

ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। শুধু অভিনয়েই নন, নৃত্যেও রয়েছে তার অসাধারণ দখল। নৃত্য পরিচালনার মধ্যদিয়েই তার দেশীয় সিনেমায় অভিষেক ঘটে।

/এটিএম

Exit mobile version