গোবর লেপ্টে দেয়ার জবাবও দেয়া হলো গোবর দিয়েই। লাইনটা পড়ে অনেকেরই হয়ত বোধগম্য হবে না। তবে আদতে কী ঘটেছে, বিস্তারিত শুনলে হাস্যরসের উদ্রেক হবে নিঃসন্দেহে।
ভারতের দিল্লির রানি লক্ষ্মীবাই কলেজের প্রিন্সিপাল প্রত্যুষ বৎসলা কিছুদিন আগে শ্রেণিকক্ষ ঠাণ্ডা করতে দেয়ালে গোবর লাগিয়ে আসেন। সে ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
শিক্ষার্থীরা যে বিষয়টা ভালোভাবে নেয়নি, তা বোঝা গিয়েছিল তখনই। কিন্তু পরে যা হলো, তা অনেকে কল্পনাও করেনি।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্যরা প্রিন্সিপালের রুমে গিয়ে হাজির। সাথে পলিথিনে ভর্তি গোবর। প্রথমে গিয়ে তারা প্রিন্সিপাল কই, তা জানতে চান। একজন নিজেকে ভাইস প্রিন্সিপাল দাবি করে জানান উনি (প্রিন্সিপাল) নেই।
आज दिल्ली विश्वविद्यालय छात्रसंघ अध्यक्ष रौनक खत्री ने लक्ष्मीबाई कॉलेज की प्रिंसिपल ऑफिस में गोबर पोत दिया।
— Sandeep Khasa (@SamKhasa_) April 15, 2025
दिल्ली यूनिवर्सिटी के लक्ष्मीबाई कॉलेज में प्रिंसिपल ने अपने हाथों से क्लासरूम की दीवारों पर गोबर पोतने को प्रोजेक्ट बताया था। pic.twitter.com/s8RInAGIIo
ছাত্র সংসদের প্রেসিডেন্ট রোনক ক্ষেত্রী জানতে চান, ক্লাসরুমে গোবর লেপ্টে দেয়ার আগে শিক্ষার্থীদের সম্মতি নেয়া হয়েছে কিনা? কোনো সদুত্তর না পেয়ে একপর্যায়ে প্রিন্সিপালের রুমের দেয়ালে গোবল লাগিয়ে দেন তারা।
এসময়ের এক ভিডিওতে দেখা যায় কলেজ অধ্যক্ষকে কটাক্ষ করছেন ছাত্রনেতা রোনক। তিনি বলছেন, ‘আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে যে ম্যাডাম এখন তার ঘর থেকে এসি খুলে ছাত্রদের হাতে তুলে দেবেন। গোবর মাখা এই আধুনিক ও প্রাকৃতিক শীতল পরিবেশের ঘর থেকেই কলেজ পরিচালনা করবেন।’
যদিও, অধ্যক্ষ আগে দাবি করেছিলেন ‘স্টাডি অফ হিট স্ট্রেস কন্ট্রোল বাই ইউজিং ট্র্যাডিশনাল ইন্ডিয়ান নলেজ’-এর অংশ হিসেবে তিনি দেওয়ালে গোবর লেপেছিলেন। এর প্রভাব এক সপ্তাহ পর বোঝা যাবে।
যদিও কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও অ্যাসোসিয়েট প্রফেসর নীলম জানিয়েছিলেন, ‘অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন ছাড়া এই কাজ কী করে করার সিদ্ধান্ত নিলেন প্রিন্সিপাল? কলেজের ক্লাসরুমে যে পরিবর্তনই আনা হোক না কেন, সেটা অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন ছাড়া করা যায় না৷’
/এমএমএইচ
Leave a reply