Site icon Jamuna Television

হবিগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, হবিগঞ্জ:

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজন।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের ঝিলেরবন্দ হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনিরুল ইসলাম (৪২) ও কাফিল উদ্দিন (২২)। তারা সম্পর্কে চাচা ভাতিজা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ধান কাটার মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা আসেন এই জেলায়। বুধবার চাঁপাইনবাবগঞ্জের একদল শ্রমিক আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের ঝিলেরবন্দ হাওরে ধান কাটছিলেন। দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কাফিল হাওরে বজ্রাঘাত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও দুজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাসান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

/এএম

Exit mobile version